সভা চলাকালে ভেঙে পড়ল মঞ্চ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ ডিসেম্বর, ২০২১ at ৬:০০ পূর্বাহ্ণ

সভা চলাকালে ভেঙে পড়েছে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের মঞ্চের একাংশ। তবে এতে কেউ হতাহত হননি। বন্ধ হয়নি সভাও। গতকাল নগরের বাকলিয়া কালামিয়া বাজারের কে বি কনভেনশন হলের মাঠে দুপুর ২টায় শুরু হয় সভা। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তবে মঞ্চ ভেঙে পড়ার সময় তিনি উপস্থিত ছিলেন না। এ ঘটনার প্রায় ২০ মিনিট পর তিনি সভায় যোগ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে বক্তব্য রাখছিলেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ। ওই সময় মঞ্চ ভেঙে যায়। এতে হুড়োহুড়ি করতে দেখা গেছে নেতাকর্মীদের। এ সময় মঞ্চে ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ দেড় শতাধিক নেতাকর্মী। অথচ মঞ্চটির ধারণ ক্ষমতা ছিল আনুমানিক ১০০ জনের।
এ বিষয়ে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, কেন্দ্র থেকে কর্মসূচি ঘোষণার পরদিন সমাবেশের অনুমতি চেয়েছিলাম। জেলা পরিষদে সভা করার প্রস্তুতি নিতে বলে সিএমপি। পরে সিআরবিতে অনুমতি দেয়। সেখানে আমরা মঞ্চ প্রস্তুত করছিলাম। রাতে আবার বলা হয়েছে সেখানে করা যাবে না। শেষে এখানে অনুমতি দেয়। অনুমতি নিয়ে আমাদের হয়রানি করেছে। তাই ভালোমতো মঞ্চ প্রস্তুত করতে পরিনি। সেজন্য একটু ভেঙে পড়েছে।
উপস্থিত হয়ে দেখা গেছে, চট্টগ্রামের তিন সাংগঠনিক জেলা ছাড়াও সমাবেশে কক্সবাজার, বান্দরবান, ফেনী, লক্ষ্মীপুর ও তিন পার্বত্য জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দিয়েছেন। নগরের বিভিন্ন ওয়ার্ড থেকেও মিছিল নিয়ে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। যুবদলের কর্মীরা এসেছেন সাদা কাপড় পরে। তাদের দাবি, কাপনের কাপড় পরে এসেছেন। সমাবেশ চলাকালে আশেপাশে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। জলকামানও দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধবধ্যভূমিতে একদিন
পরবর্তী নিবন্ধআ. লীগের ২, বিদ্রোহী ১ ও জামায়াতের ১ প্রার্থী জয়ী