রাউজানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় প্রবেশ করে সহ–সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও তার সহযোগীদের ওপর হামলার চেষ্টা ও হট্টগোলের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে ধরে পুলিশে দেন ছাত্র আন্দোলনের সদস্যরা। সভাটি ছিল গত সোমবার বিকালে। হট্টগোলে নেতৃত্ব দেওয়া আবদুল্লাহ আল হামিমের (২৩) সাথে ছাত্রলীগের সম্পর্ক ছিল বলে দাবি ছাত্র আন্দোলনের। হামিম পৌরসভার ৭ নং ওয়ার্ডের প্রয়াত জানে আলমের ছেলে। সর্বশেষ সংবাদে জানা যায়, গতকাল মঙ্গলবার হামিমকে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহামুদুল হক জামিন দিয়েছেন। এই তথ্য জানিয়েছেন তার আইনজীবী মিয়া আবদুর রহমান।
রাউজানের পৌর সদরের একটি অডিটরিয়ামে সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে হামিমসহ তার সহযোগীরা জোরপূর্বক প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তারা নিজেদের সমন্বয়ক দাবি করে সভায় হট্টগোল করেন। সেখানে উপস্থিত ছাত্র আন্দোলনের নেতা ও সমর্থকদের সাথে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েছিলেন। হট্টগোলের কারণে সভার কাজ বিঘ্নিত হয়।
এর পর রাতে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হামিম ও তার অন্তত ২০ সহযোগীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মোহাম্মদ বেলাল এই ঘটনায় মামলা করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, আটক আবদুল্লাহ আল হামিমকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।