সভাপতির যোগ্যতা কী হবে, জানাল মন্ত্রণালয়

মাদ্রাসার এডহক কমিটি

| রবিবার , ৪ মে, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতির ‘ন্যূনতম যোগ্যতা’ নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ‘স্পষ্টীকরণ বিজ্ঞপ্তিতে’ বলা হয়েছে, দাখিল পর্যায়ের মাদ্রাসার সভাপতি পদে বসতে হলে স্নাতক বা ফাযিল ডিগ্রি থাকতে হবে। আলিম পর্যায়ের মাদ্রাসার ক্ষেত্রে থাকতে হবে কামিল কিংবা স্নাতকোত্তর ডিগ্রি। এ যোগ্যতা অনুসারে সভাপতি মনোনয়ন করে মাদ্রাসাগুলোর এডহক কমিটি গঠন করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। খবর বিডিনিউজের।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুছ ছাত্তার মিয়া শনিবার বিকালে বলেন, মাদ্রাসার অ্যাডহক কমিটি গঠন করার নির্দেশনা দিতে বলেছিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। সে অনুযায়ী মাদ্রাসাগুলোকে অ্যাডহক কমিটি গঠন করতে বলা হয়েছে। আর মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সভাপতি পদের যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কামিল ও ফাযিল পর্যায়ের মাদ্রাসার সভাপতি পদের শিক্ষাগত যোগ্যতা ইতোমধ্যে স্নাতকোত্তর নির্ধারণ করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমপ্রতি কামিল ও ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা কামিল নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী শনিবার সন্ধ্যায় বলেন, “মাসখানেক আগে সভাপতি পদের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে এক সময় দেশ সেরা ক্যান্সার হাসপাতাল হবে
পরবর্তী নিবন্ধঅ্যাডভোকেটের চেম্বার থেকে ৩ লাখ টাকা চুরি, অভিযোগ শিক্ষানবিশের বিরুদ্ধে