বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম গত ২৫ সেপ্টেম্বর হার্ট অ্যাটাকে মারা গেছেন। অন্যদিকে কমিটির সাধারণ সম্পাদক মাকছুদ মাসুদ ব্যবসায়িক কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। এর প্রেক্ষিতে বাঁশখালী উপজেলা যুবলীগের নতুন কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়। দক্ষিণ জেলা যুবলীগের নেতারা জানিয়েছেন, চলতি সপ্তাহের যেকোনো দিন বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি কিংবা আহ্বায়কের নাম ঘোষণা হতে পারে।
অভিযোগ রয়েছে, বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলামের মৃত্যুর দুই মাস পেরিয়ে গেলেও দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শোক করা হয়নি। কিন্তু সে পদে আসীন হতে মরিয়া অনেক নেতা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে গতিশীল করার প্রক্রিয়া শুরু করলে সভাপতি–সাধারণ সম্পাদক পদ পেতে ৪৫ জন তাদের বায়োডাটা জমা দিয়েছেন। তবে চলতি সপ্তাহের মধ্যে একটি আহ্বায়ক কমিটি গঠনের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের পক্ষ থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে সূত্র জানায়।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৩ এপ্রিল তাজুল ইসলামকে সভাপতি এবং মোহাম্মদ মাকছুদ মাসুদকে সাধারণ সম্পাদক করে বাঁশখালী উপজেলা যুবলীগের দুই সদস্যের কমিটি গঠন করা হলেও সেটি পূর্ণাঙ্গ করা হয়নি। উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম ২৫ সেপ্টেম্বর মারা গেলে সে পদটি শূন্য হয়। অপরদিকে সাধারণ সম্পাদক মোহাম্মদ মাকছুদ মাসুদ ব্যবসায়িক কাজে দীর্ঘদিন দেশের বাইরে থাকায় নতুন করে যুবলীগের কমিটি গঠন ও পদ পেতে তোড়জোড় শুরু করেছেন নেতাকর্মীরা।
এক্ষেত্রে পদ প্রত্যাশীদের মধ্যে যাদের নাম বেশি শোনা যাচ্ছে তারা হলেন পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র এডভোকেট তোফাইল বিন হোছাইন, জেলা পরিষদের বাঁশখালী আসনের সদস্য নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম, বাঁশখালী পৌরসভা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ হামিদ উল্লাহ, খানখানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট বদরুদ্দিন চৌধুরী, জাহেদ আকবর জেবু, সেলিম উদ্দিন, শাহাদত রশিদ চৌধুরীসহ আরো কয়জনের নাম।
পদ প্রত্যাশী এসএম তোফাইল বিন হোছাইন বলেন, আওয়ামী লীগ সংগঠনে যুবলীগের গুরুত্ব অনেক। এ পদে যিনি আসীন হবে তিনি অবশ্যই জনপ্রিয়, জনগণের সঙ্গে সম্পৃক্ত এবং কর্মীবান্ধব হবেন। সব কিছু বিবেচনা করেই দল এ পদে মনোনয়ন দেবে।
বাঁশখালী পৌরসভা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ হামিদ উল্লাহ বলেন, আমি যেহেতু দীর্ঘদিন যাবত পৌরসভা যুবলীগের আহ্বায়ক ছিলাম, তাই উপজেলা সভাপতি হতে সিভি জমা দিয়েছি।
দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম ফরহাদুল আলম দৈনিক আজাদীকে বলেন, বাঁশখালীতে যুবলীগের সভাপতির মৃত্যু এবং সম্পাদক দেশে না থাকায় কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। যার জন্য ইতিমধ্যে অনেকে বায়োডাটা জমা দিয়েছেন। কর্মীবান্ধব সংগঠকদের নিয়ে অচিরেই আহ্বায়ক কমিটি গঠন করা হবে। পরে ইউনিয়নের কমিটি গঠনের পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।