সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

এক বছর পর মাধ্যমিকে শনিবার পাঠদান শুরু

আজাদী প্রতিবেদন | রবিবার , ৫ মে, ২০২৪ at ৯:৫৯ পূর্বাহ্ণ

তাপপ্রবাহ অব্যাহত থাকলেও গরম কিছুটা কমে আসায় সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হচ্ছে আজ রোববার থেকে। একই সাথে খুলছে কলেজও। গতকাল শনিবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, রোববার থেকে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

তবে দীর্ঘ এক বছর পর গতকাল শনিবার থেকে দেশের সব মাধ্যমিক স্কুলে পাঠদান শুরু হয়েছে। গতকাল চট্টগ্রামের সকল মাধ্যমিক স্কুল খুলেছে এবং পাঠদান হয়েছে।

সরকারি ডা. খাস্তগীর স্কুলের সহকারী শিক্ষক কাজল কান্তি দাশ বলেন, গত বছর জানুয়ারি থেকে শনিবারেও স্কুল বন্ধ রাখা হয়। আজ শনিবার (গতকাল) থেকে আবার মাধ্যমিক স্কুলে পাঠদান শুরু হয়েছে। শনিবার সকল মাধ্যমিক স্কুল খুলেছে।

এদিকে তাপদাহ ও অন্যান্য কারণে মাধ্যমিকে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে তৈরি হওয়া শিখন ঘাটতি পূরণে এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে বলে নির্দেশনা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। তবে সেক্ষেত্রে তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে এবং শ্রেণি কার্যক্রমের যে অংশটুকু শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয় এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সে সকল কার্যক্রম সীমিত থাকবে বলেও জানানো হয়।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, আজ রোববার থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে। তাপপ্রবাহের মধ্যে উচ্চ আদালতের আদেশে ছুটি শেষে শনিবার ক্লাস শুরু হয়েছে ৩৯ জেলার মাধ্যমিক বিদ্যালয়ে। তবে গরম না কমায় এদিনও ২৫ জেলায় স্কুল ছুটি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

ঈদের ছুটির পর তাপপ্রবাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছিল সরকার। পরে শিখন ঘাটতি কাটাতে ৪ মে থেকে শনিবারও ক্লাস নেওয়ার নির্দেশনা আসে। গত রোববার সারা দেশে স্কুল খুলে দেওয়ার পর গরমের মধ্যে অনেক জায়গায় শিক্ষকশিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার খবর আসে। বিষয়টি তখন আদালতে গড়ায়। ওই অবস্থায় আগের সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধনানাভাবে প্রতারিত হচ্ছেন গ্রাহক
পরবর্তী নিবন্ধআরও একদিনের সতর্কবার্তা