সব পেশার উন্নয়নে দক্ষতা বাড়াতে সহযোগিতা করতে চায় ভারত

| শুক্রবার , ১ অক্টোবর, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে ৫৭তম আইটেক ডে-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও অভ্যর্থনা অনুষ্ঠিত হয়েছে। ইন্ডিয়ান টেকনিকাল অ্যান্ড ইকনোমিক কো-অপারেশন ডে বা ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা দিবস এবারই প্রথম চট্টগ্রামে পালন করা হয়েছে।
গত বুধবার খুলশীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তৃতা করেন সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী। তিনি বলেন, ভারত প্রতি বছরই নানা পেশার মানুষের দক্ষতা বাড়াতে অভিজ্ঞতা বিনিময় করে। তারই আলোকে ভারতের স্বনামধন্য ইন্সটিটিউটে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। বিভিন্ন পেশার মানুষ অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আরও দক্ষ হয়ে ওঠে। তিনি আরও বলেন, কোভিড পরিস্থিতির কারণে গত বছর ই-আইটেক কোর্সের মাধ্যমে অনেক বাংলাদেশি তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শিক্ষা সংস্কৃতিসহ সব পেশার উন্নয়নে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে ভারত সহযোগিতা করছে, আগামীতেও করবে। এটাচি মনিষ সিংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি উদত ঝা। অনুষ্ঠানে কয়েকজন আইটেক প্রশিক্ষণার্থীও উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অনুদান
পরবর্তী নিবন্ধআনন্দশৈলী গণ পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন