সব ধর্ম মানুষকে অনৈতিক কাজ থেকে বিরত থাকার কথা বলে

চবিতে পবিত্র কোরআন বিতরণ কর্মসূচিতে উপাচার্য

| বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪৫ পূর্বাহ্ণ

মিনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং আলকোরআন একাডেমি, লন্ডনের সহযোগিতায় গতকাল মঙ্গলবার দুপুর ২টায় চবিতে কোরআন বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। চবি সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন চবি উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও মিনার, চবির চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম। প্রধান আলোচক ছিলেন আল কোরআন একাডেমি লন্ডন এর চেয়ারম্যান হাফেজ ড. মুনির উদ্দিন আহমদ।

মিনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাইতুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান, শিক্ষাবিদ, গবেষক ও কবি কর্নেল (অব.) আশরাফ আল দীন, পিএসসি, ডিরেক্টর, ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লি. মাওলানা নুরুল আমিন মাহদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।

উপাচার্য বলেন, কোরআন হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ। এ পবিত্র গ্রন্থের প্রতি সকলকে যথাযথ সম্মান ও গুরুত্ব দিতে হবে। পবিত্র কোরআনের বাণী ছড়িয়ে দিতে পারলেই সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে। তিনি আরও বলেন, পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যে ধর্মে হত্যা, দুর্নীতি, অপকর্ম, অনিয়ম ও অনৈতিক কাজ করার সমর্থন দেয়। ইসলাম ধর্মেও এ ধরনের কার্যক্রমের কোনো সমর্থন নেই। উপাচার্য বলেন, ধর্মচর্চা ও ধর্মের সাথে সম্পৃক্ত থাকলে সকল ধরনের অনৈতিক কাজ থেকে নিজেকে বিরত রাখা যায়। তিনি বলেন, সকল ধর্মের সহাবস্থানের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি অসাম্প্রদায়িক ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ সুন্দর আছে বলেই শিক্ষার্থীরা সকল ধরনের কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত করতে পারছে। উপাচার্য সকলকে নিজ নিজ ধর্মের প্রতি আনুগত্য থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমূখর পরিবেশ চলমান রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। চবি আবৃত্তি সংসদের সদস্য মাসুদুর রহমান ফাহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক হাবিবুল্লাহ খালেদ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন ক্বারী হিজবুল্লাহ আল মুজাহিদ এবং ইসলামী সংগীত পরিবেশন করে দুর্নিবার শিল্পীগোষ্ঠী। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধআর্ট অব প্লেটিং-সিজন ২ এ অংশ নিয়ে ২০ লক্ষ টাকা জিতে নেয়ার সুযোগ
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ভোরে আগুন লেগে ১১ দোকান ভস্মিভূত