সব ধর্মের উন্নয়নে সরকার সমভাবে মনযোগী

বান্দরবানে পার্বত্য মন্ত্রী

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ২৭ মে, ২০২৩ at ৭:২৬ পূর্বাহ্ণ

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত একটি মসজিদ ও একটি মন্দিরের ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আনুষ্ঠানিকভাবে অর্ধকোটি টাকা ব্যয়ে বাসস্টেশন সংলগ্ন বায়তুশ শরফ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চল্লিশ লাখ টাকা ব্যয়ে রামঠাকুর সেবাশ্রম ভবন নির্মাণ উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন। এসময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বান্দরবান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মিরা, বান্দরবান পৌরসভার মেয়র সৌরভ দাশ শেখর, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসির আরাফাত, রামঠাকুর সেবক সংঘের সভাপতি অরুণ কান্তি দাশ, সাধারণ সম্পাদক তাপস কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নে বিশ্বাসী। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ে আওয়ামী লীগ সরকার অটুট আছে। জননেত্রী শেখ হাসিনার সুষ্ঠু ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দেশের সকল মানুষ সুন্দরভাবে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারছেন। প্রত্যেক ধর্মের উন্নয়নে সরকার সমভাবে গুরুত্ব দিয়ে আসছে। এ কারণেই বিশ্বে ধর্মীয় শান্তি ও সম্প্রীতিতে এগিয়ে আছে বাংলাদেশ। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য যা বলেন তা সম্পূর্ণ বাস্তবায়ন করেন। দেশের মানুষ তাই নির্বিঘ্নেনিশ্চিন্তে স্বস্ব ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারছেন। তিনি আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন কাজে অংশ নেয়ার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধশাহ এমদাদীয়া মহানগরের মাসিক সভা
পরবর্তী নিবন্ধতিন শূন্যের পৃথিবী সৃষ্টি করতে আহ্বান প্রফেসর ইউনূসের