সব ধরনের পেশার কাজকে ভালবাসলেই বেকারত্ব ঘুচবে

কাকলী দাশগুপ্তা | শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ এখনো ধনী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি। বর্তমানেও অনেক মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে। এই দেশে এখনো লক্ষ লক্ষ যুবক বেকার রয়েছে। বেকার যুবকদের অধিকাংশই শিক্ষিত। কিন্তু আমরা যদি খতিয়ে দেখি এই বেকার যুবকরাই সব ধরনের কাজ অর্থাৎ ছোট পেশা অথবা নিম্ন কোন পেশায় জড়িত হতে চায় না। শিক্ষিত বেকার যুবকদের মধ্যে কাজের প্রতি ভালোবাসা দেখা যায় না। একজন শিক্ষিত যুবক মুদির দোকানদারী হতে চায় না। সব ধরনের পেশার কাজকে ভালবাসতে হবে। তবেই বেকারত্ব ঘুচবে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে চাকরির প্রতিক্ষেত্রে চাকরির প্রত্যাশীর তুলনায় শূন্য পদ কম। ফলে একটি পদের অনুকূলে হাজার হাজার অনেকক্ষেত্রে লক্ষ লক্ষ প্রার্থী দরখাস্ত করে চাকরি না পেয়ে হতাশ হয়ে দিনাতিপাত করে। তবুও উদ্যোক্তা হয়ে ছোটখাট পেশায় জড়িত হয় না। ফলে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পায় না।

বর্তমানে বেকার যুবকরা চাকরির আবেদন করতে গিয়ে টিউশন করে যে টাকা ইনকাম করে ঐ টাকাও খরচ হয়ে যায়। চাকরি প্রত্যাশী বেকাররা চাকরির আবেদন করতে করতে দেউলিয়া হয়ে যায়। বাংলাদেশ সরকারের প্রতি আকুল আবেদন সরকারি চাকরি, বেসরকারী চাকরি সব ধরনের চাকরির আবেদনে ব্যাংক ড্রাফট, পে অর্ডারসব ধরনের খরচ কমিয়ে সর্ব নিম্ন খরচে আবেদন করার সুযোগ করে দিন।

পরিশেষে বেকার যুবকদের প্রতি অনুরোধ ‘সব ধরনের কাজকে অর্থাৎ পেশাকে ভালবাসুন। বেকারত্বকে জয় করুন নিজের পরিশ্রম দিয়ে জীবনযুদ্ধে জয়ী হোন।’

পূর্ববর্তী নিবন্ধপ্রভাতকুমার মুখোপাধ্যায় : অপ্রতিদ্বন্দ্বী কথাসাহিত্যিক
পরবর্তী নিবন্ধমানবকল্যাণে এগিয়ে আসুন