সব জিআই পণ্যের তালিকা করার নির্দেশ হাই কোর্টের

| মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের যেসব পণ্য ভৌগলিক নির্দেশক বা জিআই সনদ পাওয়ার যোগ্য, তার তালিকা করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একইসঙ্গে জিআই পণ্যের তালিকা তৈরি ও রেজিস্ট্রেশন করতে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানাতে রুল জারি করা হয়েছে। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেয়। রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সারোওয়াত সিরাজ শুক্লা। খবর বিডিনিউজের।

তিনি সাংবাদিকদের বলেন, আগামী ১৯ মার্চের মধ্যে সব জিআই পণ্যের তালিকা দাখিল করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া জিআই পণ্যের তালিকা তৈরি ও রেজিস্ট্রেশন করতে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানাতে বাণিজ্য সচিব, কৃষি সচিব, সংস্কৃতি সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। টাঙ্গাইল শাড়িকে নিজেদের দাবি করে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারত। এরপর ব্যাপক বিতর্ক ও সমালোচনার মধ্যে কয়েকদিন আগে টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্যের স্বীকৃতি দেয় শিল্প মন্ত্রণালয়। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সব জিআই পণ্যের তালিকা তৈরির নির্দেশনা চেয়ে গত রোববার জনস্বার্থে এ রিট মামলা করেন সারোওয়াত সিরাজ শুক্লা।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার সভা
পরবর্তী নিবন্ধডাকাতির প্রস্তুতিকালে পলোগ্রাউন্ডে ছোরাসহ ৬ জন গ্রেপ্তার