সব কৃতিত্ব সতীর্থদের দিলেন জাকের আলী

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১২:৩১ অপরাহ্ণ

এশিয়া কাপে ব্যর্থতার পর আফগানিস্তানের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজ ৩০ ব্যবধানে জয়ে দলের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলি। গত রোববার রাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৬ উইকেটের জয়ে আফগানদের হোয়াইটওয়াশ নিশ্চিত করে টাইগাররা। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৪ ও ২ উইকেটে জিতেছিল বাংলাদেশ। এশিয়া কাপের প্রুপ পর্বের ম্যাচ সহ টানা চার ম্যাটে আফগানদের হারাল বাংলাদেশ। গত মাসে শেষ হওয়া এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোর থেকে বিদায় নেয় বাংলাদেশ। সুপার ফোরে তিন ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জিতেছিল টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটের জয় দিয়ে সুপার ফোর শুরু করলেও পরের দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ। এশিয়া কাপ শেষ হবার পর সংযুক্ত আরব আমিরাতের মাটিতেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ খেলতে নামে বাংলাদেশ। তিন ম্যাচই জিতে দ্বিতীয়বারের মত আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পায় টাইগাররা। তবে এশিয়া কাপের ব্যর্থতার পর সিরিজ জয়কে অসাধারণ বলছেন জাকের। শারজাহতে সিরিজ শেষে জাকের আলী বলেন, অবশ্যই এশিয়া কাপে ব্যর্থতার পর ক্রিকেটাররা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। তারা যেভাবে সিরিজ জিতেছে সেটি অসাধারণ। বোলারব্যাটারদের প্রশংসা করে জাকের বলেন, দলের বোলাররা সত্যি ভাল করেছে। তারা ব্যাটারদের কাজ সহজ করে দিয়েছে। পাশাপাশি ব্যাটাররাও খুব ভাল করেছে। দলের সবার ভাল পারফরমেন্স করার সামর্থ্য আছে। আফগানিস্তানের বিপক্ষে দলের ফিল্ডিং পারফরমেন্সেও খুশি জাকের। আমরা ফিল্ডিং নিয়ে সবচেয়ে বেশি খুশি। জেমস প্যামেন্ট ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিয়েছেন। আমরা ফিল্ডিংয়ে খুব ভাল করেছি। ২০১৮ সালে আফগানিস্তানের কাছে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সাত বছর পর ঐ হোয়াইটওয়াশের প্রতিশোধ নিল টাইগাররা। তাই আফগানদের হোয়াইটওয়াশ করতে পেরে খুশি জাকের। তিনি বলেন আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার অনুভূতি দারুণ। কারণ আমরা জানি তাদের ভাল মানের স্পিনার আছে। তাদের স্পিনারদের নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছিলাম। সব কৃতিত্ব ক্রিকেটারদের। প্রত্যেকেই নিজেদের কাজ ঠিকঠাকভাবে করেছে। টিটোয়েন্টি সিরিজ শেষে এবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। আগামী ৮ অক্টোবর থেকে আবুধাবিতে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে দু’দল। একই ভেন্যুতে সিরিজের পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ১১ ও ১৪ অক্টোবর।

পূর্ববর্তী নিবন্ধবিসিবি নির্বাচনে ভোট দেননি তামিম
পরবর্তী নিবন্ধঢাকায় পা রেখেই অনুশীলনে নেমে পড়লেন হামজা