সবুজ সুন্দর

মাইছুরা ইশফাত | বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৮:২৬ পূর্বাহ্ণ

বরাবরে রোদ্দুর,

ভোরের আকাশ

সবিনয় নিবেদন,

সবুজের জন্য প্রয়াস।

তুমি ভোরে অতিশয় ভোরেই

একবার দেখা দিও।

সবুজের আর আমার

স্নিগ্ধ ভোরবেলাতেই

তোমায় দেখার আশ

বাড়াইওনা আমাদের দীর্ঘশ্বাস।

তোমার ঝলকে অবসন্ন কালো

অলিরা খুঁজে ফুলের মাল্য।

আহারের গল্প রচে শত

ফুল পাখি পাতা যত।

তোমার শুদ্ধ কিরণে

অশুভ পরিণত শুভতে

দিন জাগে তোমার আলোতে

বাড়ে বল কৃষকের বাহুতে।

এভাবেই বাড়ুক বেলা

ক্ষান্ত হোক সবুজের প্রতি

অবহেলা।

একান্ত বাধ্যগত

সবুজ সুন্দর।

পূর্ববর্তী নিবন্ধকাল আবার আসছি!
পরবর্তী নিবন্ধনগরায়ণ ও নদীর হারানো গতি