সবুজ দলে চার হাফ সেঞ্চুরি দাপট দেখাচ্ছে পেস বোলাররা

তিন দিনের প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ১১:৩৭ পূর্বাহ্ণ

জাতীয় দল এবং ‘এ’ মিলে বিশাল বহর যাচ্ছে পাকিস্তান সফরে। যেখানে জাতীয় দল খেলবে দুটি টেস্ট এবং ‘এ’ দল খেলবে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ। পাকিস্তান সফরের জন্য প্রস্তুতি হিসেবে চট্টগ্রামে চলছে ক্রিকেটারদের ক্যাম্প। যেখানে বিসিবি লাল দল এবং বিসিবি সবুজ দল খেলছে তিন দিনের ম্যাচ। গতকাল জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে সবুজ দলের প্রথম ইনিংসের ২৯০ রানের জবাবে লাল দল করেছে ৬ উইকেটে ৯২ রান। সবুজ দলের চার ব্যাটার তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। তারা হলেন এনামুল হক বিজয় ৯০, ইয়াসির আলি রাব্বি ৫৮, মুশফিকুর রহিম ৫১ এবং জাকের আলি ৫০। মুলত এই চার জনের হাফ সেঞ্চুরির উপর ভর করে প্রথম ইনিংসে ২৯০ রান করে বিসিবি সবুজ দল। দলের অন্যদের মধ্যে শেখ মেহেদী হাসান করেন ১৯ রান। তবে বল হাতে আগুন ঝরিয়েছেন লাল দলের পেসার তানজিম হাসান সাকিব। ৫৩ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। ২টি উইকেট নিয়েছেন স্পিনার নাঈম হাসান। একটি করে উইকেট নিয়েছেণ খালেদ আহমেদ, নাসুম আহমেদ এবং তাইজুল ইসলাম।

জবাব দিতে নামা বিসিবি লাল দল মোটেও সুবিধা করতে পারেনি। বিশেষ করে সবুজ দলের পেসার হাসান মাহমুদ এবং স্পিনার শেখ মেহেদী হাসানের বোলিং তোপের মুখে পড়ে ৯২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে লাল দল। দলের টপ অর্ডারের সব ব্যাটারই ব্যর্থ হয়েছেন। মোমিনুল এবং লিটন দাশ দুজনই ফিরেছেন ৪ রান করে। মোসাদ্দেক হোসেন ফিরেছেন ২ রান করে। তবে সৌম্য সরকার করেছেন ২৪ রান। ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা লাল দলকে দিনের বাকি সময়টাতে টানেন প্রীতম কুমার এবং নাঈম হাসান। ৪৪ রানের জুটি গড়েন দুজন সপ্তম উইকেট জুটিতে। প্রীতম কুমার ৪১ বলে ২৮ রান করে এবং নাঈম হাসান ২৯ বলে ১৭ রান করে অপরাজিত আছেন। বিসিবি সবুজ দলের পক্ষে ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন পেসার হাসান মাহমুদ। আর স্পিনার শেখ মেহেদী হাসান নিয়েছেণ ২৫ রানে ২ উইকেট। একটি উইকেট নিয়েছেণ মেহেদী হাসান মিরাজ। ১৯৮ রানে পিছিয়ে থাকা বিসিবি লাল দল আজ ম্যাচের তৃতীয় দিনে কতদুর এগুতে পারে প্রথম ইনিংসে সেটাই দেখার বিষয়। আজ তিন দিনের প্রস্তুতি ম্যাচটি শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে ক্রিকেটাররা। আগামী ৬ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা।

পূর্ববর্তী নিবন্ধসেরা টাইমিং করেও হিট পার হতে পারলেন না সাঁতারু রাফি
পরবর্তী নিবন্ধবাবার কবরে শায়িত হলেন শাফিন আহমেদ