সবুজে বুকে লালটুকু মিশে

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৮:০০ পূর্বাহ্ণ

মিলেছে কাতারে জনতারা এসে দূর থেকে বহুদূর

বিজয়ের পথে মিছিলে মিছিলে একতার বাধা সুর।

রবি সোম আর মঙ্গল বুধ বৃহসশুক্র শনি

বিজয়ের পথে স্লোগানে স্লোগানে আশানিরাশার ধ্বনি।

ঢেউ জলে নদী হয় পরিণত বিশাল সমুদ্রতেই

বিজয়ের পথে জনজাগরণের কোনোই তুলনা নেই।

দ্রোহেবিদ্রোহে প্রতিবাদে দৃঢ় চেতনায় জ্বলে ওঠা

বিজয়ের পথে শত বাধা ঠেলে সামনেই শুধু ছোটা।

কৃষক শ্রমিক কুলি মজুরের সাথে আপামর জনে

বিজয়ের পথে সাহসেই চলে বনে জঙ্গলে রণে।

নয় পিছু হটা এগিয়েই চলা সাহসে দীপ্ত পায়ে

বিজয়ের পথে চিহ্ন এঁকে যায় শহর বন্দর গাঁয়ে।

কত মার বুক খালি করা দুখ সহ্য ও ধৈর্য্য ধরে

বিজয়ের পথ শেষে এসে থামে আলোকিত বন্দরে।

কত খুন ঝরে বেদনার ভারে ত্যাগের মহিমা শেষে

সবুজের বুকে লালটুকু মিশে পরম মমতায় এসে।

পূর্ববর্তী নিবন্ধলাল গোলকের স্বাধীনতা
পরবর্তী নিবন্ধরঞ্জিত আমি চেতনার রঙে