কেউ যদি একটা সম্পর্কে ঠকায় তার মানে এই নয় তুমি ঠকে গেলে আর সে জিতে গেলো। সবার আগে তুমি নিজেকেই ভালোবাসো, ভালো রাখো, যত্ন কর নিজেকে। তুমি ভাবো, তুমি ভালো ছবি আঁকতে পারো, গান গাইতে, পারো, ভালো আবৃত্তি করতে পারো, ভালো লিখতে পারো। তুমি যা জানো সেই বিষয়টিকে বন্ধু করেই সামনে এগিয়ে যাও, আলোকিত কর তোমার চারপাশ। কে ভালোবাসলো, কে বাসলো না, কে মূল্যায়ন করলো কে করলোনা এসব দেখার প্রয়োজন নেই। নিজেকে সৃজনশীল আর ভালো কাজ নিয়ে তৈরি করলে অবশ্যই সময় একদিন তোমাকে ঠিক মূল্যায়ন করবে আর তোমাকে ঠকিয়ে যাওয়া লোকটাও একদিন মনে মনে ঠিক বলবে আসলে তুমিই তার, জীবনে সঠিক মানুষ ছিলে। দোষটা তারই ছিলো, ভুলটা তারই ছিলো। কাজেই মন খারাপ না করে জীবনের প্রয়োজনে নিজেকে তৈরি কর, চোখের জল তোমাকে মানায়না নারী। যে হাতে তুমি রান্না করতে পারো সেই হাতে কলম ধরে আবার লিখতে পারো মানুষের জন্য।