সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪ at ১১:০২ পূর্বাহ্ণ

জো রুট ও বেন স্টোকসকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা নিয়ে গত মাসেই অনিশ্চয়তার কথা বলেছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ ব্যাটসম্যান রুটের ওপর ভরসা রেখেছে ইংলিশরা। তাকে ফিরিয়ে ভারত সফর ও আসছে আইসিসি টুর্নামেন্টের ওয়ানডে দল সাজিয়েছে তারা। গতকাল রোববার ঘোষিত ১৫ সদস্যের দলে অবশ্য জায়গা হয়নি স্টোকসের। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ও তারকা অলরাউন্ডার ভুগছেন হ্যামস্ট্রিংয়ের সমস্যায়। গত সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২৩ রানে পরাজিত হ্যামিল্টন টেস্টে এই আঘাত পান তিনি। রুট চলতি বছর শেষ করছেন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে। সাদা পোশাকের সংস্করণে ২০২৪ সালে ৬ সেঞ্চুরি ও ৫৫.৫৭ গড়ে ১ হাজার ৫৫৬ রান করেছেন তিনি। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা ব্যাটসম্যানকে এবার রঙিন পোশাকের দলে ফেরালেন ইংল্যান্ডের সাদা বলেরও কোচের দায়িত্ব পাওয়া ব্রেন্ডন ম্যাককালাম। এক বছরের বেশি সময় পর ইংল্যান্ডের ওয়ানডে দলে জায়গা পেলেন রুট। লাল ও সাদা বলের জন্য ম্যাককালামের প্রায় একই দল গড়ার দর্শনের একটা ইঙ্গিত পাওয়া গেছে। ১৫ জনের ওয়ানডে দলে চলতি বছর টেস্ট খেলা ৮ জনকে রেখেছেন তিনি। গতিময় সব পেসার নিয়ে দল সাজিয়েছেন সাবেক এই ক্রিকেটার। কনুইয়ের ইনজুরি কাটিয়ে ফিরেছেন মার্ক উড। তার সঙ্গে আছেন জফ্রা আর্চার, ব্রাইডন কার্স, সাকিব মাহমুদ, জেমি ওভারটন। ২০২৩ সালের ডিসেম্বরের পর ওয়ানডে না খেলা গাস অ্যাটকিনসনকেও ফেরানো হয়েছে। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আদিল রাশিদ। স্পিন বোলিংয়ে তাকে সহায়তা করতে পারেন রুট, লিয়াম লিভিংস্টোন ও জ্যাকব বেথেল। পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা আগামী ১৯ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের সূচি এখনও প্রকাশ করা হয়নি।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইংল্যান্ড দল: জস বাটলার (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টন, আদিল রাশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।

পূর্ববর্তী নিবন্ধআরব আমিরাতে বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট ম্যাচ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ২৪ এর শহীদদের স্মরণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন