সবার মুখে আমার কথা হচ্ছে লেখা-গদ্য
ছন্দ-ছড়ায় আমি রাসেল হচ্ছি অনবদ্য।
লেখা তো নয় আবেগ যেন শাওন মাসের গাথা
লেখায় রেখায় উঠছে ভরে কারও সবুজ খাতা।
সবুজ খাতার পাতায় পাতায় আমার যে সব স্মৃতি
রূপ ও রসে যাচ্ছে এঁকে তাঁদের জানাই প্রীতি
আমার সখের বেবী সাইকেল, বাকুমগুলোর কথা
লিখতে গিয়ে ঘামছে লেখক বাড়ছে ব্যাকুলতা।
টমির জন্য মজার খাবার রাখতাম আমি তুলে
সেই টমিটা বকত শুধু খাবার-কথা ভুলে
কানটা না হয় একটুখানি বেশিই দিতাম মলে
তাই বলে কী এমন কড়া বকা দেওয়া চলে?
শুনবে নাকি ওলার কথা, পিঁপড়ারা সব পাজি,
একটুখানি ধরতে গেলে করত আসল কাজই
সোজাসাপ্টা হুল ফোটাত ঠিক ‘ভুট্টো’র মতো
বিষের জ্বালা বিষম জ্বালা বাড়ত অবিরত।
ধরো এখন, তোমরা যারা ফোর ফাইভে পড়ো
সবাই যদি পড়ালেখায় মনকে করো জড়ো
সোনার মানুষ বাড়বে দেশে ফলবে সোনা দেশে
বৈরী মুখে ছাই ছিটিয়ে উঠবে সবাই হেসে।
বাবার স্বপ্ন সোনার মানুষ থাকলে প্রতি ঘরে
আমি রাসেল থাকব সবার অন্তরে অন্তরে।