সবজির ভ্যানে নিয়ন্ত্রণ হারা মাইক্রোর ধাক্কা, আহত ২

চালক আটক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ৫:২৯ পূর্বাহ্ণ

নগরীর আন্দরকিল্লা মোড় এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দুই সবজি বিক্রেতা গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সোয়া ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রো চালককে আটক করেছে পুলিশ। এছাড়া আহত দুই সবজি বিক্রেতাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সড়কের পাশে ভ্যানগাড়িতে সবজি বিক্রি করছিলেন দুই বিক্রেতা। দ্রুত গতির একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে দুই সবজি বিক্রেতাকে ধাক্কা দেয় মাইক্রোচালক। গতকাল রাত সাড়ে ১০টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, মাইক্রো চাপায় সবজিবাহী ভ্যান গাড়ি প্রায় দুই টুকরো হয়ে গেছে। এছাড়া সড়কের পড়ে আছে তরমুজসহ বিভিন্ন সবিজর ভগ্নাংশ।

জানতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইমরান দৈনিক আজাদীকে বলেন, প্রতিদিনের মতো সড়কের পাশে ভ্যানগাড়িতে সবজি বিক্রি করছিলেন দুই বিক্রেতা। হঠাৎ চট্টমেট্রো-চ-১১-৩৬৫৯ নম্বরের একটি মাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে দুই সবজিকে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে তাদের দুজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটিকার আওতায় আসছে চট্টগ্রামের ১০ লাখ শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধঅশনির সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে চসিকের কন্ট্রোল রুম