সবজির বাজার স্থিতিশীল কমেছে ডিম-মুরগির দাম

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

সরবরাহ স্বাভাবিক হওয়ায় গত এক সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে সবজির বাজার। অপরদিকে দীর্ঘদিন উত্তাপ ছড়ানোর পর কমছে ডিম ও মুরগির দাম।
নগরীর সবজির আড়তদাররা বলছেন, গত কয়েক সপ্তাহ ধরে উত্তরাঞ্চলীয় জেলার পাশাপাশি নগরীর বাজারগুলোতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা চন্দনাইশ, বাঁশখালী, সীতাকুণ্ড, হাটহাজারী এবং ফটিকছড়ি থেকে প্রচুর সবজি আসছে। তাই দামও স্থিতিশীল রয়েছে।
গতকাল নগরীর কাজীর দেউরি ও রিয়াজুদ্দিন বাজারের কাঁচা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ৫০ টাকায় এবং পেঁপে বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। এছাড়া আগাম শীতকালীন সবজি শিম বিক্রি হচ্ছে ১৭০ টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। অপরদিকে টমেটো ১২০ টাকা, আলু ৩০ টাকা, কাকরল ৫০ টাকা, শসা ৪০ টাকা, পটল ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙা ৪০ টাকা, তিতা করলা ৫০ টাকা, লাউ ৪০ টাকা, এবং বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। নগরীর রিয়াজুদ্দিন বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ হোসেন বলেন, সবজির সরবরাহ স্বাভাবিক হওয়ায় দাম এক সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে। তবে শীতকালীন সবজির সরবরাহ কম থাকায় দাম একটু বাড়তি। সরবরাহ বাড়লে দাম কমে যাবে। এদিকে উত্তাপ ছাড়ানোর পর আরো কমলো ব্রয়লার মুরগির দাম। বর্তমানে কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। এছাড়া ডিমের ডজন ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১১৫ টাকায়।
কাজীর দেউরি বাজারের মুরগি বিক্রেতা শফিউল আজম বলেন, মুরগির দাম বাড়ার পর বাজারে মুরগি বিক্রি কমতে থাকে। ফলে দামও কমতে থাকে। বর্তমানে মুরগির সরবরাহ স্বাভাবিক রয়েছে। ডিম বিক্রেতা অলী আহমেদ বলেন, গত এক সপ্তাহে ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ১১৫ টাকায়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বাণিজ্যিক কর্মযজ্ঞ
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ছোরাসহ ৪ ছিনতাইকারী আটক