এখনো অপেক্ষায় আছি
একটা ফোনকল যদি আমাকে ডেকে নেয়
আমার সকল ব্যস্ত সময়কে উপেক্ষা করে
হুমড়ি খেয়ে ফিরে আসবো বলে,
যদি পর্দায় ভেসে উঠে তোমার নাম তখন
এখনো ভাবতে অনেক ভালো লাগে
মুঠোফোনটা নিলেই কানের কাছে,
ঠিক তোমার সুরেই আমাকে জিজ্ঞেস করবে
‘তুমি কেমন আছো’? পূর্ব থেকে পশ্চিমে
অনেকবার ডুবেছে সূর্য, কয়েকটা ভরা পূর্ণিমা আমাকে
হাতছানি দিয়ে জানতে চেয়েছে
‘কী করো তুমি একা একা ওখানে’?
কোনো কিছুই আমার অনুভূতিতে ফেলতে পারেনি দাগ
দুয়ারে দাঁড়ালেই কেকটাসের সবুজ পাতা ঠেলে বেরিয়ে আসা
একগোছা টকটকে লালফুল আমাকে টিটকারি দেয়
বিরস বদনে আমি দাঁড়িয়ে থাকি বলে তাদের সমুখে।
আমি পরোয়া করি না কিছুই…
যে যা বলে বলুক, যে যা ভাবে ভাবুক
তোমার একটা ফোন কল যদি আসে আমাকে ডেকে নিতে
নীল আসমান, বর্ণাঢ্য পুষ্পকরথ, ফনিমনসার কাঁটায় আকীর্ণ পথ
সবকিছু দুমড়ে মুচড়ে ফিরে আসবো তোমার কাছে…।
আমি একতরফা হতে চাই না বলে
এখনো অপেক্ষায় প্রহর গুনি
তুমি একবার যদি ফোন করে দেখতে আমায় !