সফলভাবে মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের দাবি ইরানের

| রবিবার , ২১ জানুয়ারি, ২০২৪ at ৮:৫৫ পূর্বাহ্ণ

মহাকাশে সফলভাবে একটি কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণে দাবি করেছে ইরান। ইরানি মহাকাশ সংস্থার ওই কৃত্রিম উপগ্রহটি নাম সোরাইয়া। যেটি মহাকাশে ৭৫০ কিলোমিটার দূরের কক্ষপথে পৌঁছাতে সক্ষম হয়েছে। গতকাল শনিবার উৎক্ষেপণ করা ওই স্যাটেলাইট এখন পর্যন্ত ইরানের উৎক্ষেপণ করা স্যাটেলাইটের মধ্যে মহাকাশে সবচেয়ে বেশি উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়েছে। যা তেহরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের নিয়ে পশ্চিমাদের উদ্বেগ আরো বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। ইরান এমন একটি সময়ে নিজেদের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের খবর দিলো যখন গাজা যুদ্ধ ঘিরে পুরো মধ্যপ্রাচ্য এবং আশেপাশের অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তাছাড়া, এ সপ্তাহেই ইরানপাকিস্তান জঙ্গি আস্তানায় হামলার কথা বলে পরস্পরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা হামলা চালিয়েছে। খবর বিডিনিউজের। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়, তিন স্তরের রকেট কায়েম১০০ দিয়ে স্যাটেলাইট সুরাইয়া কে ভূপৃষ্ঠ থেকে মহাকাশে ৭৫০ কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয়। তবে এই স্যাটেলাইটি ঠিক কি কাজ করবে সে বিষয়ে খবরে কিছু জানানো হয়নি। ইরানের রেভল্যুশনারি গার্ডস এর মহাকাশ প্রকল্পের অংশ হিসেবে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। তবে ইরান দাবি করলেও এখনো স্বাধীনভাবে কেউই তাদের মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের খবর নিশ্চিত করেনি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান গাউসিয়া হক কমিটির মোটর শোভাযাত্রা
পরবর্তী নিবন্ধ১৯৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার