সপর্শহীনতা

শুক্লা ইফতেখার | শুক্রবার , ১৪ জুলাই, ২০২৩ at ৯:৩৭ পূর্বাহ্ণ

যখন থেকে আমরা পরসপর সপর্শের বাইরে চলে গেলাম,

আমাদের ভেতর থেকে অন্য দুজন মানুষ উঠে এলো,

যারা নুতন পরিচয়ে দাঁড়াতে চায়।

সেখানে আর ফুল ফোটানোর আকাঙক্ষা নেই,

না ফোটার অভিমান নেই।

অন্তঃসলিলী দ্বিধাসংশয়ও নেই।

তবুও খুব গোপনে মাঝেমধ্যে স্পর্শহীনতার ব্যথায়

মুষড়ে পড়ি।

কতো আর নিজ যাপনে নিজেকে প্রত্যাখ্যান করি।

পূর্ববর্তী নিবন্ধহতে পারে
পরবর্তী নিবন্ধআদমের কাছাকাছি একটি মুখোশ