সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফেরি থাকছে সন্দ্বীপ নৌরুটে। গত সোমবার উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিআইডব্লিউটিসির এক কর্মকর্তার বরাত দিয়ে ফেরি বুধবার থেকে বন্ধ হয়ে যেতে পারে এমন তথ্য দিলে সন্দ্বীপের যাত্রীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সন্দ্বীপ উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, নাগরিক পার্টিসহ সন্দ্বীপের সাংবাদিক সমাজ ও অনলাইন এক্টিভিস্টসহ সর্বস্তরের সন্দ্বীপবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখায়। ফেরি বন্ধ হয়ে যাওয়ার কথা শুনে বিক্ষুব্ধ সন্দ্বীপবাসী সন্দ্বীপ ও চট্টগ্রামে মানববন্ধনের আয়োজন করে।
এদিকে সন্দ্বীপের আপামর জনসাধারণের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় যখন সন্দ্বীপ ও চট্টগ্রামে মানববন্ধন করছিল তখনই উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এক ফেসবুক পোস্টে জানিয়েছেন আপাতত ফেরি কোথাও যাচ্ছে না এবং দুইপাড়ের পন্টুনও সরানো হচ্ছে না।
এদিকে সন্দ্বীপবাসী তাদের আশা ভরসারস্থল ও তাদের দ্বীপেরই সন্তান উপদেষ্টা ফাওজুল কবিরের কাছ থেকে ফেরি আপাতত থেকে যাওয়ার ঘোষণা শোনার সাথে সাথে আনন্দে ফেটে পড়েন। তাৎক্ষণিক সন্দ্বীপের মানববন্ধন থেকে উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে সন্দ্বীপের ফেরি সার্ভিস চালু থাকা নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে নৌপরিবহন মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ জানান, আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় যত দিন সম্ভব ততদিন সীতাকুণ্ড–সন্দ্বীপ রুটে সেবা দেবে ফেরি কপোতাক্ষ। আগামী সপ্তাহেই রুটটিতে যুক্ত হতে পারে সি–ট্রাকও। তিনি আরও বলেন, যতদিন সম্ভব ফেরি সন্দ্বীপ রুটে থাকবে, তত দিন ফেরি চলবে সন্দ্বীপ চ্যানেলে। ফেরি চলাচলের অনুকূল পরিস্থিতি না থাকলে বন্ধ থাকবে। এ ছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে সি–ট্রাক পৌঁছাতে পারে সেখানে। জুনের মধ্যে একটি উপকূলীয় সি–ট্রাক এই রুটে যুক্ত হবে। বর্ষাকালে বিআইডব্লিউটিসির জাহাজ ‘মালঞ্চ’ এবং সি–ট্রাক সেবা দিয়ে যাবে।’
এর আগে গত কয়েকদিন ধরে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের বরাত দিয়ে ফেরি পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে মর্মে জাতীয় কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে আতংকিত হয়ে পড়েন সন্দ্বীপের বাসিন্দারা। কারণ ফেরি সার্ভিস চালুর পর থেকে নির্বিঘ্নে সন্দ্বীপ আসা যাওয়া করছে দ্বীপের লোকজন।