সন্দ্বীপ সমিতি চট্টগ্রামের সাধারণ সভা নগরীর হালিশহরে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এনায়েত হোসেন পলাশের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি মোহাম্মদ আফছার উদ্দীন মাস্টার। এতে প্রধান অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা সৈয়দ মো. আবুল কালাম আজাদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন মোল্লা রিপন, এম এ হাশেম আকাশ, মোশারফ হোসেন, মোবারক হোসেন ভুঁইয়া, সাইফ উল্লাহ মিনার, মো. আবদুল কাদের, সাইফুল আজম ভুঁইয়া, দেলোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. রিয়াদ, মো. আরিফ, মিজানুর রহমান, মো. গোলাম রহমান, আলাউদ্দীন আলী, ফিরোজা বেগম।
উপস্থিত ছিলেন মায়মুনা বেগম, রোকেয়া বেগম, মমতাজুন্নেছা বেগম, মো. জসীম উদ্দীন, হাবিব উল্লাহ মাসুম, আকতার হোসেন ভুইঁয়া, দেলোয়ার হোসেন, মিলাদ মোদাচ্ছির, মাহবুব আলী হক ও ফোরকান হাসান প্রমুখ। সভায় সংগঠনের তিন বছরের আয়–ব্যয় হিসাব উপস্থাপন করেন সমিতির সভাপতি মোহাম্মদ আফছার উদ্দীন মাস্টার। প্রেস বিজ্ঞপ্তি।