সন্দ্বীপ প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনালে উঠেছে বেলাল মোহাম্মদ দ্যা ওয়ারিয়র্স। রহমতপুর আরপিএল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বেলাল মোহাম্মদ ৩–০ দিলাল রাজা দ্যা কিংস ইলেভেনকে পরাজিত করে। বিজয়ী দলের ইমন,পাভেল,অন্তর গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন অন্তর। তার হাতে ক্রেস্ট তুলে দেন সন্দ্বীপ ফুটবল একাডেমির সভাপতি মোহাম্মদ রুবেল ও সহ সভাপতি মোহাম্মদ আলী।
সেমিফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন সন্দ্বীপ ফুটবল সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন, সহ– সভাপতি জাহিদ ইসলাম, সহ সভাপতি মোহাম্মদ আলী, টুর্নামেন্টে পরিচালনা কমিটির আমিনুল ইসলাম রিয়াদ, মোহাম্মদ শাহাদাত হোসেন, আপি,আরাফাত,রুমি,নাঈম, মাকসুদ,মোজাহিদ, রাকিব, অভয় প্রমুখ।
আগামী ২৮ নভেম্বর শুক্রবার বেলাল মোহাম্মদ দ্যা ওয়ারিয়র্স এবং চৌধুরী আবু তোরাব দ্যা ফাইটার্স শিরোপা লড়াইয়ে নামবে।












