সন্দ্বীপ পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভা

সন্দ্বীপ প্রতিনিধি | সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

সন্দ্বীপ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জেলা পরিষদের পাবলিক লাইব্রেরিকে জরাজীর্ণ অবস্থা থেকে উত্তরণের জন্য ও মানুষজনকে লাইব্রেরিমুখী করতে দীর্ঘ ১৫ বছর পর উদ্যোগ নিয়েছে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ ও উপজেলা যুবদল নেতৃবৃন্দ। এ উপলক্ষে গতকাল রোববার দুপুর ১২টায় জেলা পরিষদের পাবলিক লাইব্রেরিতে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক প্রভাষক নিঝুম খান। এসময় অর্ধশতাধিক ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজের প্রভাষক নিঝুম খান সাংবাদিকদের বলেন, তরুণ ও যুব সমাজকে ডিভাইস নির্ভর অপসংস্কৃতি ও মাদকমুক্ত রাখতে আজকে আমাদের এখানে উপস্থিত হওয়া। তিনি বলেন, দীর্ঘদিন এ লাইব্রেরিতে মূল কাজ যেটি বই পড়া, পেপার পত্রিকা পড়া সেটি বন্ধ রয়েছে।

বিগত ৪ দলীয় জোট সরকারের আমলে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু তৎকালীন রাজনৈতিক পটপরিবর্তনের পর এ লাইব্রেরির কার্যক্রম বন্ধ হয়ে যায়। আমরা আবারও এটি চালু করার উদ্যোগ নিয়েছি। সেজন্য এখানে অবকাঠামোগত অনেকখানি সংস্কার করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার উদ্বোধন করলেন মেয়র
পরবর্তী নিবন্ধপ্রকৌশল ব্যবস্থাপনায় দরকার সৎ, দক্ষ ও ভিশনারি নেতৃত্ব