সন্দ্বীপে ৯ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

| শনিবার , ১৩ আগস্ট, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

সন্দ্বীপ ফ্রেন্ডস ইউনিটি ক্লাবের আয়োজনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। এতে দক্ষিণ সন্দ্বীপের ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২০ জনকে সনদপত্র, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাউথ সন্দ্বীপ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল্লাহ, মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন, সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিয়ন্ত্রক ও উপদেষ্টা রাজীব কান্তি দাস, উপদেষ্টা ও সিনিয়র শিক্ষক সালাউদ্দিন রাজু, উপদেষ্টা ও ব্যাংকার এরশাদ উল্যাহ, শিক্ষক আবুল বাশার, আপেল মাহমুদ ও রুহুল আমিন।
সন্দ্বীপ ফ্রেন্ডস ইউনিটি ক্লাবের সাংগঠনিক সম্পাদক নজরুল নাঈম বলেন, শিক্ষার্থীদের মেধাবিকাশে ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে আমাদের এই আয়োজন। এছাড়া আমরা ২০১৪ সাল থেকে ফ্রেন্ডস ইউনিটি মেধাবৃত্তি, অসহায়দের সহায়তা, বৃক্ষরোপণ, রক্তদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে থাকি। এ সময় আরো উপস্থিত ছিলেন ফাহাদ চৌধুরী, আব্দুর রহমান সনি, রিয়াদ হোসাইন, আশরাফ উদ্দিন জিহাদ, অরূপ মজুমদার, রবিউল হাসান ভূঁইয়া, আরমান জাবেদ, ইয়াসিন আরাফাত, আব্দুর রহমান ইমন, শরীফ, মুসলিম, মুশফিক, মেহেদী, শাকিল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাসানুল করিম
পরবর্তী নিবন্ধপেকুয়ায় শর্ট সার্কিটের আগুনে পুড়ল দুই বসতঘর