সন্দ্বীপে মাঝরাতে বেকারিতে আগুন, কোটি টাকার ক্ষতি

সন্দ্বীপ প্রতিনিধি | রবিবার , ৯ জুন, ২০২৪ at ৮:৫৪ পূর্বাহ্ণ

সন্দ্বীপের আকবর হাটের পশ্চিম প্রান্তে অবস্থিত রিপন বেকারিতে গত শুক্রবার দিবাগত রাত আড়াইটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে বেকারির পণ্যসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান বেকারির মালিক মো. রিপন মেম্বার। আকবর হাট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মো. রোবেল জানান, বাজারের নৈশ প্রহরীর ফোন পেয়ে তিনি ও বাজার কমিটির সভাপতি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তবে বিদ্যুতের লাইন বন্ধ না হওয়ায় তারা ব্যর্থ হন। তিনি আরো জানান, আগুন লাগার সাথে সাথে বিদ্যুৎ অফিসের বিভিন্ন নাম্বারে ফোন দিলেও কেউ কল রিসিভ করেনি। আগুন লাগার আধা ঘণ্টা পরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ততক্ষণে বেকারি পুড়ে যায় বলে জানান ব্যবসায়ী নেতা রোবেল। সন্দ্বীপ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া আজাদীকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার ১৭ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। তবে ঘটনার সাথে সাথে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম হতো। কিরিটি রঞ্জন বড়ুয়া বলেন, যে সব জায়গায় আগুন লাগে বিশেষ করে রাতের বেলায়, সেখানকার বাসিন্দাদের অভিযোগ থাকে আগুন লাগার সাথে সাথে বিদ্যুৎ অফিসে কল দিলে অফিসের দায়িত্বরতরা কল রিসিভ করে না। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে জানিয়ে তিনি বলেন, আসলে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এ মুহূর্তে বলা সম্ভব না। আগুন লাগলে সাথে সাথে বিদ্যুৎ অফিসে কল দিয়ে কাউকে না পাওয়া নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের বিষয়ে সন্দ্বীপ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন আজাদীকে জানান, সন্দ্বীপ দুইটা সাব স্টেশন আছে। এগুলো রুরাল সাইট নন এটেন্ডেন্স সাব স্টেশন হওয়ায় রাতে এখানে সার্বক্ষণিক ডিউটিরত লোকজন থাকে না। তবে কল পাওয়ার সাথে সাথে সাব স্টেশনে আমাদের লোক গিয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে। তাছাড়া আগুন লাগলে সার্কিট ব্রেকার অটোমেটিক বন্ধও হয়ে যায়। এদিকে দুর্ঘটনা কবলিত দোকান দেখতে যান সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, জসিম উদ্দিন চেয়ারম্যান, আবুল খায়ের নাদিম চেয়ারম্যান, আলিমুর রাজী টিটু চেয়ারম্যান, সাইফুল ইসলাম চেয়ারম্যান। এ সময় এমপি মিতা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন মেম্বারকে সহায়তার আশ্বাস প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধ৪০নং ওয়ার্ডে জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ
পরবর্তী নিবন্ধচিটাগাং আর্বান কো-অপারেটিভ সোসাইটির বিশেষ সাধারণ সভা ও নির্বাচন