সন্দ্বীপে প্রথম ইভিএমে ভোট দিলেন ভোটাররা

রহমতপুর ইউপি সদস্য নির্বাচিত হলেন মামুন

সন্দ্বীপ প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

সন্দ্বীপের রহমতপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডে উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট প্রদান করেন ভোটাররা। এ নির্বাচনে আপেল প্রতীক নিয়ে মো. মামুন ১১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের মো. জামশেদ পেয়েছেন ১০২ ভোট। এ উপনির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩০৯ জন। ভোট প্রদান করেছেন ২২০ জন ভোটার। ভোটার উপস্থিতি ৭১ দশমিক ২০ শতাংশ। সন্দ্বীপের সাধারণ ভোটাররা ইভিএমের মাধ্যমে এই প্রথম ভোট প্রদান করেন। এর আগে কোনো নির্বাচনে সন্দ্বীপের সাধারণ মানুষ ইভিএমে ভোট দেয়ার সুযোগ হয়নি। যদিও সদ্য সমাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা ইভিএমে ভোট গ্রহণের দাবি জানালেও নিরবচ্ছিন্ন বিদ্যুতের অজুহাতে সেটি আমলে নেওয়া হয়নি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দেবাশীষ দাস বলেন, ৪ টি ব্যাটারির মাধ্যমে ইভিএম মেশিন চালিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন করেছেন বলে নিশ্চিত করেন তিনি। উল্লেখ্য যে, রহমতপুরের খোদাবক্স পাড়ার এ ওয়ার্ডের মেম্বার মারা গেলে আসনটি শূন্য হয়।

পূর্ববর্তী নিবন্ধক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও চাল বিতরণ
পরবর্তী নিবন্ধশিশুদের জন্য লিখতে গেলে শিশু মনস্তত্ব আয়ত্ত করে নিতে হয়