সন্দ্বীপে গার্ল গাইডস্‌ কার্যক্রম সম্প্রসারণ নিয়ে সেমিনা

| রবিবার , ৩ মার্চ, ২০২৪ at ৭:১২ পূর্বাহ্ণ

বাংলাদেশ গার্ল গাইডস্‌ এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে সন্দ্বীপ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গত ২৭ ফেব্রুয়ারি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইন উদ্দিন মিশন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আজম। প্রধান বক্তা ছিলেন অতিরিক্ত আঞ্চলিক গাইড কমিশনার প্রফেসর রীতা দত্ত। প্রধান বক্তা সন্দ্বীপ উপজেলায় গাইডিং সম্প্রসারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র ট্রেনার ইসরাত জাহান শিল্পী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি পাহাড়তলী থানা শাখার সভা
পরবর্তী নিবন্ধতাজুশ শরী’আহ্‌ দরসে নিযামী মাদরাসার পুরস্কার বিতরণ