সন্দ্বীপে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের স্পন্সরে হারামিয়া ক্লাব ইলেভেনের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগীতা ২০২১ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। ফাইনাল খেলায় নিউটেক্স টাইগার্স মগধরা ২-১ সেটে বাদশা মিয়া সুকানি ফাউন্ডেশনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। ক্লাব ইলেভেন এন্টারটইনমেন্টের প্রতিষ্ঠাতা আকবর হায়দার মুন্নার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, মোশানরক এন্টারটেইনমেন্ট প্রযোজক মাসুদুল হাসান, বিশিষ্ট নাট্য অভিনেতা রাসেদ সিমান্ত, ফেয়ার পলি লিমিটেড চেয়ারম্যান হাসানুজ্জামান সোহাগ, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ বশির আহমদ খান, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক দিদারুল আলম, সদস্য সচিব রাসেল উদ্দিন।
আরোও উপস্থিত ছিলেন গুপ্ততছড়া বাজার ব্যবসায় সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল কাদের, মালেক মুন্সির বাজার ব্যবসায় সমিতির সভাপতি ডা. জামসেদুর রহমান, ম্যাচ পরিচালক মোতালেব হোসেন, মেহেদী হাসান, সাংবাদিক অপু ইব্রাহিমসহ প্রমুখ।
খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ ৪০ হাজার টাকা, রানার্স আপ দলকে ট্রফিসহ নগদ ৩২ হাজার টাকা, তৃতীয় স্থানকে সম্মাননা স্মারকসহ নগদ ২৪ হাজার টাকা এবং ৪র্থ স্থানকে সম্মাননা স্মারকসহ নগদ ১৬ হাজার টাকা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি