সন্দ্বীপে এক ঘণ্টার মধ্যে ৬৪ স্কুলছাত্রী অসুস্থ

তারা জ্বর, বমি ও মাথা ব্যথায় আক্রান্ত হয়

সন্দ্বীপ প্রতিনিধি | বুধবার , ১২ জুলাই, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

মঙ্গলবার সকাল ১০টার দিকে সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয়ে এক ঘণ্টার মধ্যে ৬৪ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তারা জ্বর, বমি ও মাথা ব্যথায় আক্রান্ত হয়। এছাড়াও তাদের শুশ্রূষা করতে গিয়ে তিনজন শিক্ষক এবং একজন চতুর্থ শ্রেণির কর্মচারীও অসুস্থ হয়ে পড়েন ওই সময়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে প্রাত্যহিক অ্যাসেম্বলির পর নবম শ্রেণির কয়েকজন ছাত্রী বমি করতে শুরু করে। মুহূর্তের মধ্যে ওই শ্রেণির আরো ২০ থেকে ২৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। আধা ঘণ্টার মধ্যে পার্শ্ববর্তী অন্যান্য শ্রেণির ছাত্রীরাও অসুস্থ হয়ে যায়। তাদের দেখাশোনা করতে গিয়ে চতুর্থ শ্রেণির দুইজন নারী কর্মচারী এবং তিনজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।

বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মানস বিশ্বাসকে অবগত করলে তিনি ডা. আশরাফুর রহমান নাদিমের নেতৃত্বে একটি চিকিৎসক টিম পাঠান। মেডিকেল টিম অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা, পরামর্শ পত্র ও বিনামূল্যে কিছু ওষুধ সরবরাহ করেন। ডা. নাদিম জানান, লক্ষণ দেখে ভাইরাস জ্বর বলে ধারণা করছি। তাদের প্রাথমিক চিকিৎসা ও কিছু পরীক্ষা দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাব বেগম বলেন, হঠাৎ করে মেয়েরা ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে গেছে। আমরা তাদের চিকিৎসাসেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এখন তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাস দৈনিক আজাদীকে জানান, এটা সাধারণ ভাইরাস জ্বর হবে। অসুস্থদের জ্বরের পাশাপাশি কাঁশি রয়েছে। তাপমাত্রার কারো ১০০, কারও ১০১ ডিগ্রি ফারেনহাইট। এটা ডেঙ্গু কিনা সে আশংকা থেকে আমরা রক্ত পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছি। তবে ডেঙ্গু হওয়ার আশক্সক্ষা কম, সাধারণ ভাইরাস জ্বরই হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধস্মার্টকার্ড পেলেন আমিরাত প্রবাসী বাংলাদেশিরা
পরবর্তী নিবন্ধদুইদিনে কেজিতে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম