সন্দ্বীপের শিক্ষার্থীদের জন্য ফ্রি যাত্রীসেবা শুরু

হিউম্যান২৪ এর উদ্যোগ | মঙ্গলবার , ৯ এপ্রিল, ২০২৪ at ৫:৪৭ পূর্বাহ্ণ

সন্দ্বীপের শিক্ষার্থীদের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান২৪ এর উদ্যোগে বিনামূল্যে ঈদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে গতকাল সোমবার। এই নিয়ে টানা দ্বিতীয় বছর এই কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। এবারের বিনামূল্যে ঈদযাত্রা কর্মসূচির প্রথম দিন বাড়ি গেছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। কুমিরাগুপ্তছড়া নৌরুটের এমভি আইভি রহমান এবং অনান্য নৌযানে করে এসব শিক্ষার্থীদের বাড়িতে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের বাসযোগে প্রথমে কুমিরা ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাদেরকে সন্দ্বীপের গুপ্তছড়া পাঠানো হয়। হিউম্যান২৪ এর একজন সমন্বয়কারী মোহাম্মদ তারেক জানান, নানা কারণে সন্দ্বীপ যাত্রা কিছুটা ব্যয়বহুল ও বেশ কষ্টসাধ্য। শিক্ষার্থীরা যাতে সময় ও অর্থ সাশ্রয় করে বাড়ি ফিরতে পারে সেজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। চট্টগ্রাম থেকে মঙ্গল ও বুধবার এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি আরো জানান, ঈদের পরে তিনদিন সন্দ্বীপ থেকে শিক্ষার্থীদের চট্টগ্রামে পাঠানো হবে। শুরু থেকে এই কর্মসূচির পৃষ্ঠপোষকতা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ও উত্তর জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আফতাব খান অমি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪০নং ওয়ার্ড যুবলীগের ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান