সন্দেহভাজন প্রতিবেশী যুবক গ্রেপ্তার

লামায় ট্রিপল মার্ডার

লামা প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ মে, ২০২১ at ৬:৫৬ পূর্বাহ্ণ

লামায় কুয়েত প্রবাসীর স্ত্রী ও ১০ মাসের শিশুসহ দুই কন্যা হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম উত্তম বড়ুয়া (৩৪)। ঘটনার ৫ দিন পর গত মঙ্গলবার দিনগত রাতে পৌরসভার চাম্পাতলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চাম্পাতলী গ্রামের বাসিন্দা প্রমোদ চন্দ্র বড়ুয়ার ছেলে এবং নিহতদের প্রতিবেশী। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। হত্যাকাণ্ডের পর থেকে উত্তম বড়ুয়াসহ আরো কয়েকজন পুলিশের সন্দেহের তালিকায় ছিলেন বলে জানা গেছে।
এর আগে চাঞ্চল্যকর এই ট্রিপল মার্ডারের ঘটনায় প্রবাসী নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগমের দুই দেবর, বোন, বোন জামাই, স্থানীয় মসজিদের তারাবি পড়ানো হাফেজ এবং স্থানীয় যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ ছেড়ে দেয়।
সূত্র জানায়, গত শুক্রবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে লামা পৌরসভা এলাকার চাম্পাতলী গ্রামের প্রবাসী নুর মোহাম্মদের তালাবদ্ধ বাসায় স্ত্রীসহ দুই কন্যা সন্তানের লাশ দেখতে পেয়ে ছোট ভাই আব্দুল খালেক পুলিশকে খবর দেন। পরে পুলিশ তালা ভেঙে প্রবাসীর ঘর থেকে তিনজনের লাশ উদ্ধার করে। ঘটনার পরদিন নিহত মাজেদা বেগমের মা লাল মতি খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। লামা থানা পুলিশ, পিবিআই, র‌্যাব-১৫ ও সিআইডি চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড তদন্ত করছে।
ট্রিপল মার্ডারের এই ঘটনায় উত্তম বড়ুয়া নামে একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মূল রহস্য শীঘ্রই উন্মোচন হবে বলে আশা করছি।
বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (লামা সার্কেল) রেজুয়ানুল ইসলাম বলেন, ট্রিপল মার্ডারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডের অনেক তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এখন সব বলা যাচ্ছে না। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত আরো জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধডিম সংগ্রহের আশায় হালদায় মৎস্যজীবীদের ১৮ ঘণ্টার নিষ্ফল ছোটাছুটি
পরবর্তী নিবন্ধমোটরসাইকেল ছিনতাই করতে তিন বন্ধু মিলে চালককে হত্যা