পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির প্রতিবাদে চাক্তাইয়ের চালপট্টির মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতিসহ ৮টি সংগঠন। গতকাল বিকেল ৫ টায় দোকানপাট বন্ধ রেখে হাজারো ব্যবসায়ী শ্রমিক–কর্মচারী জমায়েত হয়ে প্রতিবাদ সমাবেশে অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি এবং চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক এনাম। সঞ্চালনা করেন চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম রাইচ মিলস মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম, চট্টগ্রাম চট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলী আব্বাস তালুকদার, সাধারণ সম্পাদক গোলাফুর রহমান মঞ্জু, চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম, চাক্তাই কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি তাপস মল্লিক, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম শাওন, চাক্তাই ব্রোকার ধান, চাউল, গম এসোসিয়েশনের সভাপতি মো. ওসমান আলী, সাধারণ সম্পাদক আবু নোমান লিটন, বৃহত্তর চাক্তাই, খাতুনগঞ্জ, আছদগঞ্জ ও কোরবানিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মফিজ উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. সফিউল্লাহ।
সমাবেশে বক্তারা বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চাক্তাইয়ের কয়েকটি এলাকায় লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। সে
সময় নিরাপত্তাহীনতার কারণে অনেক ব্যবসায়ী দোকান খুলতে পারেনি। এরপর সম্প্রতি শুরু হয়েছে, পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আগামীতে কোনো ব্যবসায়ী যদি চাঁদাবাজির শিকার হয়, তবে তা কঠোর হস্তে দমন করা হবে।