সন্তানদের সাহিত্য ও বিজ্ঞান মনস্কতায় গড়ে তুলতে হবে

সীবলী সংসদের আড্ডায় ডা. সুশান্ত বড়ুয়া

| রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

শিক্ষা সংস্কৃতির পাশাপাশি সন্তানদের সাহিত্য ও বিজ্ঞান মনস্কতায় বিকশিত হওয়ার পথে সমস্ত অন্তরায় এবং বাধা বৈষম্য দূর করতে হবে। তাহলেই সত্যিকার অর্থে সুন্দর প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে। নতুবা প্রজন্ম অন্ধকারের দিকে ধাবিত হবে।
গত ১৫ অক্টোবর সীবলী জীবনজয়ী আড্ডায় মূল অতিথির বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রাম কোভিড আইসোলেশন সেন্টারের সাবেক পরিচালক, জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সুশান্ত বড়ুয়া একঝাঁক তরুণ প্রজন্মের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। আড্ডার উদ্যোক্তা সঞ্চালক সাংবাদিক বিপ্লব বড়ুয়ার গ্রন্থনায় ডা. সুশান্ত বড়ুয়া আরো বলেন- আড্ডা হচ্ছে আনন্দ বিনোদনের অন্যতম মাধ্যম। শিক্ষা ও গবেষণা কর্মেও আড্ডার বিকল্প নেই। তিনি শ্রোতাদের উদ্দেশ্যে প্রবল দারিদ্র্যের মধ্যে তাঁর বেড়ে ওঠা জীবনের গল্প, আনন্দ-বেদনার নানা কথা অকপটে প্রকাশ করেন। তিনি প্রজন্মদের রাজনীতি সচেতন ও বিজ্ঞানমনস্ক হওয়ার আহ্বান জানান।
সীবলী সংসদের সভাপতি বিকাশ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আড্ডায় শুভেচ্ছা বক্তব্য দেন, অশোক বড়ুয়া। বক্তব্য দেন- সীবলী সংসদের সাধারণ সম্পাদক সৌরভ চৌধুরী, স্বপন কুমার বড়ুয়া, সুদীপ বড়ুয়া, রনেশ চৌধুরূী নন্তু, সুজিত বড়য়া, পুলিশ পরিদর্শক তপু বড়ুয়া রবি, ইমন বড়ুয়া, রুবেল বড়ুয়া, দোলন বড়ুয়া, অপরুপ, স্বারুপ্য, সঞ্চয়য়ন, সৌরভ। নগরীর জামালখানস্থ বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে আড্ডার সূচনা পর্বের অতিথি হিসেবে ডা. সুশান্ত বড়ুয়া এবং সৃজনশীলতায় এ পর্বে অশোক বড়ুয়াকে সীবলী জীবনজয়ী বন্ধু সম্মাননায় অভিষিক্ত করা হয়। আবৃত্তি করেন নাট্যব্যক্তিত্ব অধ্যাপক সনজীব বড়য়া, উৎপলকান্তি বড়ুয়া, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, কবি অরুপ বড়ুয়া, রঞ্জনা বড়ুয়া, অধ্যাপিকা শিউলি বড়ুয়া, সুদেষ্না বড়ুয়া ঐশি, বিজয় বড়ুয়া। সংগীত পরিবেশন করেন- ধু্রব বড়ুয়া, টিনা চৌধুরী, ফাল্গুনী বড়ুয়া দোলা, আয়ান তালুকদার, বিজয় বড়ুয়া ও তমাল বড়ুয়া। নৃত্য পরিবেশন করেন- ঐশী বড়ুয়া। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুফতি আবুল কাশেম আনোয়ারী
পরবর্তী নিবন্ধনগর ও সীতাকুণ্ডে মোস্তফা হাকিম ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ