সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের নিয়মিত আয়োজন দ্বি–মাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান গতকাল শুক্রবার নগরীর থিয়েটার ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়েছে। রুচিরা বড়ুয়ার সঞ্চালনায় এদিন প্রথমে স্বাগত বক্তব্য রাখেন সদারঙ্গ’র সম্পাদক সমীর চক্রবর্ত্তী, নাট্যকার ও লেখক ওসমান গণি চৌধুরী, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী।
এরপর মূলপর্বে প্রথমে বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করেন শিল্পী প্রমিত বড়ুয়ার শিষ্য চিন্ময় চৌধুরী। তাকে সহযোগিতা করেন তবলায় অমিত চৌধুরী দীপ্ত, তানপুরায় এনায়েত উল্লাহ সানি এবং হারমোনিয়ামে প্রমিত বড়ুয়া। এদিনের শেষ পরিবেশনা একক বেহালা বাদন। বেহালায় প্রথমে রাগ যোগ এবং পরে একটি ভজন পরিবেশন করেন শিল্পী শ্যামল চন্দ্র দাসের শিষ্যা অপরাজিতা চৌধুরী। তাকে তবলায় সহযোগিতা করেছেন শিল্পী রাজিব চক্রবর্তী। নতুন প্রজন্মের প্রতিভাদের শ্রোতা–দর্শকের সামনে তুলে ধরবার সদারঙ্গের এই প্রয়াস যেন চলমান রাখা সহজতর হয় তার জন্য সবার আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকুক এই কামনা করেছেন অনুষ্ঠানের আলোচকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।