প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিন বিতরণ কর্মসূচি পালন করা হয়। গতকাল বুধবার এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল।
এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্দেশ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গঠন করেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে যাচ্ছেন তারুণ্যের অহংকার তারেক রহমান। স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে মানুষের সেবা করাই হচ্ছে এই সংগঠনের মূলব্রত। তারই অংশ হিসেবে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ ও বিন বিতরণ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবক দল। জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের অঙ্গীকার, দেশ গড়ব চমৎকার।
সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসির আরাফাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সৈয়দ মো. মফিজ উদ্দিন সুমন, মো. মারুফ হোসেন। সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল আবেদিন মুন্নার সঞ্চালনায় উপস্থিত ছিলেন পারভেজ পারু, আবদুল মোনাফ টুটুল, ফয়সাল আহমেদ, আল আমিন, ইব্রাহিম খলিল, মুহিদুল ইসলাম তুহিন, সদস্য আফজাল আকাশ, পারভেজ, আল আমিন, মাহিন, শরিফুল, জামাল, রুবেল, মুরাদ, বাপ্পি, হাসান। প্রেস বিজ্ঞপ্তি।











