সত্যানুসন্ধান ইতিহাসবিদদের অন্যতম লক্ষ্য

চবি হিস্ট্রি ক্লাবের কর্মশালায় উপাচার্য

| মঙ্গলবার , ১৪ মে, ২০২৪ at ৭:৫৮ পূর্বাহ্ণ

চবি হিস্ট্রি ক্লাবের নবীনবরণ ও মাসব্যাপি কর্মশালার সমাপনী অনুষ্ঠান গত ১২ মে মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের। সম্মানিত অতিথি ছিলেন মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম ও হিস্ট্রি ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আহসানুল কবীর।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে নিজেকে জানা অতীব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সত্যানুসন্ধান ইতিহাসবিদদের অন্যতম লক্ষ্য। আমাদের শিক্ষার্থীদের সত্যানুসন্ধানী হতে হবে। চবি হিস্ট্রি ক্লাব শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা বৃদ্ধিতে যেভাবে কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। উপাচার্য দেশের প্রকৃত ইতিহাস জানতে বঙ্গবন্ধুর আত্মজীবনীসহ সঠিক তথ্যনির্ভর বই অধ্যয়নের পরামর্শ দেন। পরে তিনি মাসব্যাপি কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।

নবীন বরণ ও সমাপনী অনুষ্ঠান হিস্ট্রি ক্লাবের সভাপতি সাঈদ আল মামুনের সভাপতিত্বে এবং সংগঠনের এসোসিয়েট সদস্য আবিদুর রহমান মাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রোগ্রামের কোঅর্ডিনেটর মো. হাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, ‘নিজেকে জানুন’ শীর্ষক কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা যোগাযোগ, পাবলিক স্পিকিং, নেতৃত্ব দান, সিভি রাইটিং, শুদ্ধ উচ্চারণ এবং উপস্থাপনাসহ কর্পোরেট জগতের বিভিন্ন ব্যবহারিক বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালায় ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেবার মানসিকতা ও আন্তরিকতা নিয়ে নার্সদের দায়িত্ব পালন করতে হবে
পরবর্তী নিবন্ধনগরীর অসচ্ছল তিন পরিবারের মাঝে মেয়রের রিক্সা প্রদান