সততার সাথে কাজ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে

চট্টগ্রামের বিদায়ী মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ জুন, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান বলেছেন, সর্বোচ্চ সততার সাথে কাজ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। গতকাল নিজের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইনজীবী অডিটরিয়ামে জেলা আইনজীবী সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আমার কার্য পরিচালনায় সর্বদা আন্তরিক সহযোগিতা করেছেন। আইন পেশা অত্যন্ত মহৎ পেশা উল্লেখ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূইঞা বলেন, বারের পক্ষ থেকে এ ধরণের আয়োজন বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে। বিচারকদের বিচার কার্যে গতিশীলতা সৃষ্টি করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন। সঞ্চালনায় ছিলেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. এরশাদুর রহমান রিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের নব নির্বাচিত সদস্য এএসএম বদরুল আনোয়ার। আরও উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমী, চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হালিম, কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শফিক উল্লাহ ও সহসভাপতি মোহাম্মদ আজিজ উদ্দীন হায়দারসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে ঝোপ থেকে ৯ আগ্নেয়াস্ত্র উদ্ধার
পরবর্তী নিবন্ধচতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উর্বর ক্ষেত্র