সড়ক সড়ক নয়, যেন চাষের জমি

লোহাগাড়ার পুটিবিলা আশ্রয়ণ প্রকল্প

মোহাম্মদ মারুফ, লোহাগাড়া | শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ার পুটিবিলা আশ্রয়ণ প্রকল্প সড়কজুড়ে কাদা আর কাদা। দেখে মনে হয় সড়ক নয়, যেন চাষের জমি। এতে ওই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী প্রায় ৫ হাজার মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সড়কটি চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, পুটিবিলা ইউনিয়নের পহরচান্দা গ্রামে সড়কটির অবস্থান। সড়কটি পুটিবিলা হাসনাভিটা ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে পহরচান্দা গ্রামের ভেতর দিয়ে খনির পাড়া এলাকায় গিয়ে শেষ হয়েছে। ঐ সাড়ে ৭ কিলোমিটার সড়কের মাত্র ৩০০ মিটারে ইট বিছানো হয়েছে। বাকি অংশ কাঁচা। বর্ষাকালজুড়ে কাঁচা অংশটি কাদাজলে বেহাল থাকে। কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর আগে ইউনিয়ন পরিষদ সড়কটি নির্মাণ করে। পরে সেটি এলজিইডির তালিকাভুক্ত হয়। সড়কটি দিয়ে পহরচান্দা গ্রামের আশ্রয়ণ পাড়া, নতুন পাড়া, হানিফার পাড়া, আদর্শ পাড়া, খনির পাড়া ও মাঝের পাড়ার বাসিন্দারা যাতায়াত করেন। সড়কটি বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলাবালি লেগেই থাকে। ফলে সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগই নিত্যসঙ্গী হয়ে আছে। এই সড়ক দিয়ে গৌড়স্থান উচ্চ বিদ্যালয়, কলাউজান গৌড়সুন্দর উচ্চ বিদ্যালয়, হাসনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌড়স্থান আখতারুল উলুম দাখিল মাদ্‌রাসা ও পহরচান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করে।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে মাটি সরে গেছে। সড়কে যানবাহন চলাচল দূরে থাক, হেঁটে চলাও দায়। কোনো কোনো অংশে হাঁটুসমান কাদা।

পুটিবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। সড়কটি চলাচলের উপযোগী করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে।

লোহাগাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইফরাদ বিন মুনির জানান, বরাদ্দ পেলে সড়কটির সংস্কার কাজ শুরু করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকাথরিয়ায় ছড়ার পানিতে পড়ে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধআমীর খসরুসহ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি