সড়ক বিভাজকে পড়ে ছিল ‘গুলি সদৃশ ধাতব বস্তুগুলো’

| বৃহস্পতিবার , ৯ নভেম্বর, ২০২৩ at ১০:১৯ পূর্বাহ্ণ

বিএনপিজামায়াতের অবরোধের মধ্যে ঢাকার মিরপুরের চিড়িয়াখানা রোড থেকে ‘গুলির মত দেখতে’ দেড় হাজারের বেশি ধাতব বস্তু উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৭টার দিকে চিড়িয়াখানা রোডে সড়ক বিভাজকের ওপরে পরিত্যক্ত অবস্থায় সেগুলো পাওয়া যায়। ধাতব বস্তুগুলো খবরের কাগজে মোড়ানো ছিল।

ঢাকা মহানগর পুলিশের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ বলেন, সেখানে গুলি সদৃশ ১,৬০০ ধাতব বস্তু ছিল, সেগুলো ব্ল্যাঙ্ক ফায়ারের জন্য ব্যবহৃত গুলি বিশেষ বলে ধারণা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞ মতামত ছাড়া এ বিষয়ে স্পষ্ট করে বলা সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, আদালতের অনুমতি নিয়ে সিআইডির ব্যালিস্টিক শাখায় ফরেনসিক পরীক্ষার জন্য এসব বস্তু পাঠান হবে। খবর বিডিনিউজের।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ধাতব বস্তুগুলো পিতল রঙের, সম্মুখ ভাগে লাল রঙ দেওয়া। প্রতিটি বস্তু লম্বায় আনুমানিক শূন্য দশমিক ৫০ ইঞ্চি। গায়ে মুদ্রিত বা খোদাই করা কোনো লেখা বা চিহ্ন নেই। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে মফিজুর রহমান পলাশ বলেন, কীভাবে সেগুলো ওখানে এল, কারা নিয়ে ফেলে রেখেছে, তা তদন্ত করে দেখা হবে।

পূর্ববর্তী নিবন্ধমিলন সেনগুপ্ত
পরবর্তী নিবন্ধলেখার দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধি বিষয়ে কর্মশালা