চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের দোহাজারীতে ধারাবাহিক সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন ও সড়কের দুই পাশে ফুটপাত স্থায়ী দখলমুক্ত করাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত কর্মসূচিতে জোবায়ের মোহাম্মদ জিসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পাঠশালা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী আব্দুল মোমেন লাভলু, মুহিম বাদশা, সাইফুল ইসলাম জীবন, ডা. কলিম উদ্দিন প্রমুখ।
শিক্ষার্থীদের পক্ষ থেকে ছয় দফা দাবি উপস্থাপন করেন হোসাইন মোহাম্মদ আকিব। দাবিগুলো হল, শঙ্খ সেতু থেকে দোহাজারী স্কুল পর্যন্ত ৩টি গতিরোধক স্থাপন, দোহাজারীতে ফুটওভার ব্রিজ নির্মাণ, যত্রতত্র পার্কিং ব্যবস্থা বন্ধ করতে দোহাজারী পৌরসভাকে ব্যবস্থা নেওয়া, সড়কের পাশে অবৈধ দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা, ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধি করা।
আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের দাবিগুলো মানা না হলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এতে আরও উপস্থিত ছিলেন আজম উদ্দিন, ইমন এনাম, মো. কাফি, মো. জিকু, মঈন মির্জা, নুর হোসেন প্রমুখ।