বাংলাদেশ বৈদিক পরিষদ (বিবিপি) চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে রাউজান কদলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত কার্তিক দাশের পরিবারকে গত ৬ মার্চ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সুমন দে, বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার উপদেষ্টা অশ্রু চৌধুরী, বৈদিক পরিষদ রাউজান উপজেলার প্রধান পৃষ্ঠপোষক দিপলু দে দিপু, সভাপতি পলাশ সেন, সহ–সভাপতি উত্তম চৌধুরী, সাধারণ সম্পাদক পিংকু ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক রিটন মহাজন, সহ–সাধারণ সম্পাদক রতন কান্তি দাশ, কার্যকরি সদস্য অন্তু দাশ, পলাশ দত্ত, হ্যাপি শীল প্রমুখ।
সহযোগিতায় ছিলেন প্রবাসী উপদেষ্টা সদস্য বাবুল কান্তি দে, উপদেষ্টা সদস্য অজিত দেব, সহ–মহিলা সম্পাদিকা সীমা দে, সমীর ঘোষ, বলরাম দত্ত, রনি দত্ত, সুমি দেবী, সাজু দাশ, সহ–সাংগঠনিক সম্পাদক সৈকত সেন, টিপল চৌধুরী, হাটহাজারী কমিটির পৃষ্ঠপোষক ইমন শীল রবিন, উৎপল দত্ত। প্রেস বিজ্ঞপ্তি।











