সড়ক ও ফুটপাত থেকে অর্ধশত দোকান উচ্ছেদ

বহদ্দারহাট-কামাল বাজার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ অক্টোবর, ২০২৩ at ১০:৪৩ পূর্বাহ্ণ

নগরের বহদ্দারহাট মোড় থেকে কামাল বাজার পর্যন্ত রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে দখল করে গড়ে ওঠা প্রায় অর্ধশত দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহ্‌রীন ফেরদৌস। অভিযানে রাস্তা এবং ফুটপাত দখল করে অবৈধ দোকান বসানোর দায়ে এবং দোকানের সামনে ময়লা আবর্জনার স্তূপ থাকায় ১২ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

পূর্ববর্তী নিবন্ধনির্ভয়ে দুর্গোৎসব পালন করুন
পরবর্তী নিবন্ধসিরাজউদ্দৌলা রোডে ওয়াইএনটি কনভেনশন হল উদ্বোধন