নগরের পাহাড়তলী সাগরিকা রোডের উভয় পাশের রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ কাঁচাবাজারসহ প্রায় দেড় শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। গতকাল রোববার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মঈনুল হাসান।