ফটিকছড়িতে ভয়াবহ বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে যুবক মো: এমরান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
২৪ আগস্ট (শনিবার) সকাল ১০টার দিকে উপজেলার নারায়ণহাট ইউপির ১নং ওয়ার্ডের মইজ্ঞেপুকুর নামক স্থানে তার লাশ পাওয়া যায়। এর আগে গত বৃহস্পতিবার একই এলাকার সন্দ্বীপ নগর গ্রামের ইছহাক ডাক্তার বাড়ির পূর্ব পাশে নগর বাজার রোড থেকে নিখোঁজ হন ওই যুবক।
নিহত যুবক এমরান ওই এলাকার সওদাগর বাড়ির তাজুল ইসলামের ছোট সন্তান।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় মো: মুছা এবং এমরান হোসেন বলেন- বৃহস্পতিবার বন্যার পানিতে প্রবল স্রোতে নগর বাজার রোড পার হওয়ার সময় সে ভেসে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পর তাকে আর পাওয়া যায়নি।
আজ (শনিবার) সকালে মইজ্ঞে পুকুর এলাকায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। তারা আরও জানান- নিহত যুবকের বড় ভাই গত ৬ মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। এর ৬মাস পর এমরান বন্যার পানিতে ভেসে গিয়ে মারা গেলেন ছোট ভাই।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী বলেন- শুক্রবার রাতে রজি আহমেদ নামের একজন লাশ পাওয়া যায়। শনিবার সকালে যুবক এমরানের লাশ পাওয়া গেল। তারা উভয়ে বন্যার পানিতে ভেসে গিয়ে মারা গেছে। এছাড়াও দাঁতমারা ৭নং ওয়ার্ডের মো: সাহাদাত হোসেন সামী নামের একজন এখনো নিখোঁজ আছেন।