সাতকানিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। অন্যদিকে ফটিকছড়িতে গাছবাহী একটি নছিমনের ধাক্কায় প্রাণ হারান প্রবাস থেকে দেশে বেড়াতে আসা মোটরসাইকেল আরোহী আরেক যুবকের। সাতকানিয়ায় নিহত যুবকের নাম মো. মাহফুজুর রহমান রিফাত (২৯)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও একটি বেসরকারি কোম্পানির বিপণন কর্মকর্তা। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ মৌলভীর দোকানের দক্ষিণ পার্শ্বে ইকবাল কনভেনশন সেন্টার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি প্রাণ হারান। নিহত রিফাত মুন্সিগঞ্জের সিরাজদি খানের মাদিয়া পাড়ার আবদুল লতিফ শেখের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাহফুজুর রহমান রিফাত শনিবার দুপুরে চট্টগ্রাম–কঙবাজার মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে চন্দনাইশের দোহাজারী থেকে সাতকানিয়ার কেরানীহাটে যাচ্ছিলেন। তিনি সড়কের মৌলভীর দোকানের দক্ষিণ পার্শ্বে ইকবাল কনভেনশন সেন্টার (পাঠানী পুল) এলাকায় পৌঁছার পর চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান একই মুখী অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ফটিকছড়ি প্রতিনিধি জানান, ফটিকছড়িতে গাছবাহী একটি অবৈধ নছিমনের ধাক্কায় মো. সাঈদুল আনোয়ার বাবু (২৪) নামে মোটরসাইকেল চালক প্রবাসী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকার শনিবার দুপুরে উপজেলার চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বাঘমারা পুকুরের সামনে এ ঘটনা ঘটেছে। নিহত যুবক নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দায়েম চৌধুরী বাড়ির মো. ইদ্রিসের পুত্র।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার দিন আনোয়ার ফটিকছড়ি বিবিরহাট থেকে বাড়ির দিকে ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি গাছবাহী নছিমন টমটমের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। তিনি প্রবাস থেকে দেশে বেড়াতে এসেছিলেন। বছর দেড়েক আগে তার বিয়ে হয়।
তারা আরো বলেন, ফটিকছড়িতে অবৈধ নছিমন টমটমের ছড়াছড়ি। এগুলো বেপরোয়াভাবে চলাচল করে। এসব যানবাহনের কারণে এত প্রাণ ঝরলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, গাছবাহী নছিমন এবং মোটরসাইকেল সংঘর্ষে বাবু নামের একজনের মৃত্যু হয়েছে। ঘাতক নছিমনটি আটক করা হয়েছে।