সড়কের পাশে দোকানে পান খেতে গিয়ে লাশ হলেন দুই পথচারী

পটিয়ায় মিনিবাসের পিছনে পিকনিক বাসের ধাক্কা

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪ at ৫:৫৩ পূর্বাহ্ণ

পটিয়ায় সড়কের পাশে দোকান থেকে পান খেতে গিয়ে গাড়ির ধাক্কায় দুই পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা হসপিটাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের নুর নবীর পুত্র মো. করিম প্রকাশ ভোলা (৫০) ও বিনিনিহারা গ্রামের আবদুল হামিদ প্রকাশ সাবু (৬৫)

কুসুমপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য জাগীর আহমদ প্রকাশ রশিদ জানান, নিহত দুইজন রাস্তার পাশে একটি দোকান থেকে পান খেতে যায়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী পিকনিকের একটি গাড়ি একটি যাত্রীবাহী মিনিবাসকে পিছন থেকে ধাক্কা দেয়। মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভোলা ও সাবুকে ধাক্কা দিয়ে সড়কের পাশে জমিতে পড়ে যায়। এতে দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গাড়ির ধাক্কায় পান দোকানটিও ক্ষতিগ্রস্ত হয়। নিহত ভোলা ও সাবু দিনমজুরের কাজ করেন বলে জানান ইউপি সদস্য জাগীর। এতে মিনিবাসের চার যাত্রী আহত হন।

পটিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. জসিম জানান, শিক্ষা সফরের বাস পেছন থেকে একটি মিনিবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই পথচারী নিহত হয়। বাস চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅন্য ইভেন্টগুলোর জন্যও কার্যকর ব্যবস্থা চান চট্টগ্রামের সংগঠকরা
পরবর্তী নিবন্ধপ্লাস্টিকের বিনিময়ে বাজার চালু হচ্ছে নগরে