সড়কের ওপর অবৈধ স্থাপনা, চৌধুরীহাটে চার দোকানিকে জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৫ এপ্রিল, ২০২৪ at ৫:৫০ পূর্বাহ্ণ

হাটহাজারীতে যানজট নিরসনে গতকাল বৃহস্পতিবার চৌধুরীহাট বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়কের ওপর অবৈধ স্থাপনা নির্মাণ করে যানজট সৃষ্টির দায়ে চার দোকানিকে চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তাছাড়া দোকানের বাইরে ফুটপাত দখল করে জনচলাচল বিঘ্ন কারীকে সতর্ক করে তাদের মালামাল তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মসিউজ্জামান জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার চৌধুরীহাট বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। সড়কে যানযট নিরসনে করে জনচলাচল নির্বিঘ্ন করার জন্য এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাস্তার উপরে অবৈধ স্থাপনা স্থাপন করায় চার দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

তাছাড়া দোকানের বাইরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় বেশ কিছু দোকানিকে তাদের মালামাল ও স্থাপনা তাৎক্ষণিক অপসারণ, সতর্ক করা এবং বাজার মনিটরিং করা হয়। অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধমামা গ্রুপের ৭ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসু উৎসব শুরু